কিউই একাদশে দুই পরিবর্তন, অপরিবর্তিত বাংলাদেশ
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিতেছে নিউজিল্যান্ড। তারপরও উইনিং কম্বিনেশন ভেঙেছে তারা। একদশে দুই পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নেমেছে নিউজিল্যান্ড।
গেল ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জ্যাকব ডাফি ও স্কট কুগেলাইন। দলে এসেছেন ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট। অন্যদিকে তৃতীয় ম্যাচে হারলেও একাদশে পরিবর্তন আনার পথে হাঁটেনি বাংলাদেশ। গত তিন ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে মাহমুদউল্লাহর দল।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার, হামিশ বেনেট।
বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।