কিয়েভের মাঠে বায়ার্নের গোল উৎসব
গেলবারের মতো এবারও উড়ছেন বায়ার্নের গোলমেশিন লেভানদোভস্কি। গেল রাতেও চ্যাম্পিয়নস লিগের মঞ্চে জোড়া গোল করেছেন তিনি। সঙ্গে জালের দেখা পেয়েছেন জিনাব্রি, লেরয় সানে ও এরিক-মাক্সিম চুপো মোটিং। তারকাদের গোলে কিয়েভের মাঠে গোল উৎসব করল বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল বুধবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। এর আগে প্রথম ম্যাচে বার্সেলোনাকে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখ। এবার আরেকটি জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল জার্মানির ক্লাবটি।
এদিন ম্যাচের ৬৪ ভাগ সময় বল দখলে রেখে ২২ বার আক্রমণ করেছে বায়ার্ন। যার মধ্যে আটটিই ছিল অনটার্গেট শট। বিপরীতে সফরকারী দল শট নেয় কেবল ছয়টি। যার দুটি ছিল লক্ষ্যে যাওয়ার মতো।
ম্যাচের ১২ মিনিটেই দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। সফল স্পট কিকে গোলের খাতা খোলেন তিনি। এরপর ২৭তম মিনিটে টমাস মুলারের পাস ধরে বক্সে ঢুকেই ডান পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন লেভা।
এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে লেভানদোভস্কির মোট গোল হলো ৭৭টি। তালিকায় তাঁর ওপরে কেবল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
লেভানদোভস্কির দুই গোলের পর বাকি কাজ সেরেছেন জিনাব্রি, লেরয় সানে ও এরিক-মাক্সিম চুপো মোটিং। একবার করে তাঁরা জালে বল পাঠিয়ে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করেন।
দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বায়ার্ন। দিনের আরেক ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলে হারানো বেনফিকা ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক পয়েন্ট নিয়ে তিন নম্বরে দিনামো কিয়েভ। আর তলানিতে থাকা বার্সেলোনার পয়েন্ট শূন্য।