কুকুরের কামড় খেয়ে ভাইরাল শচীন পুত্র অর্জুন
মাঠ ও মাঠের বাইরে কতভাবেই না চোটে পড়েন ক্রিকেটাররা। মাঠে বলের আঘাতে চোট পাওয়ার ঘটনা তো হরহামেশাই ঘটে। ফিল্ডিংয়ের সময় সতীর্থের সঙ্গে ধাক্কা লাগা, দৌড়াতে গিয়ে পেশিতে টান পেয়ে মাঠ ছাড়া ক্রিকেটে নিয়মিত ঘটনা। তবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার অর্জুন টেন্ডুলকার পেয়েছেন ব্যতিক্রমী চোট। কুকুরের কামড়ে আহত হয়েছেন এই তরুণ ক্রিকেটার।
প্লে-অফের দৌড়ে আরও এগিয়ে যেতে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মাঠে নামার আগে শচীনপুত্র অর্জুন টেন্ডুলকারকে নিয়ে এমন তথ্য দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। গতকাল সোমবার (১৫ মে) নিজেদের টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, লখনৌর ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন অর্জুন। সেসময় তিনি জানান একদিন আগেই অনুশীলনের সময় তার হাতে কামড়ে দিয়েছে একটি কুকুর। যদিও খুব গুরুতর কিছু হয়নি। প্রাথমিক চিকিৎসার পরই তাকে ফের অনুশীলনে দেখা যায়।
তার এমন ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। যা দেখে উদ্বেগ বাড়ে অর্জুন টেন্ডুলকার ভক্তদের। কুকুরটি তাকে কোন স্টেডিয়ামে কামড় দিয়েছে সেটা অবশ্য জানা যায়নি। তবে ভিডিও অনুসারে তার বামহাতে কামড় দিয়েছে কুকুরটি।
আইপিএলের এবারের আসরে অভিষেক হলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অর্জুন। তাই প্লে-অফের আগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার একাদশে সুযোগ পাওয়া সহজ হবে না।