কুমিল্লাকে শক্ত চ্যালেঞ্জ দিল রংপুর রাইডার্স
দিনের প্রথম ম্যাচ ছিল লো-স্কোরিং। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারাতে মোটেই বেগ পেতে হয়নি সিলেট স্ট্রাইকার্সের। কিন্তু পরের ম্যাচে ভিন্ন চিত্র। চার-ছক্কার ফুলঝুরির পাশাপাশি রান দেখেছে রংপুর রাইডার্স। রনি তালুকদার ও শোয়েব মালিকদের ঝড়ে কুমিল্লা ভিক্টোয়ান্সকে ১৭৭ রানের লক্ষ্য দিয়েছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।
আজ শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাইভোল্টেজ ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রানের শক্ত পুঁজি পেয়েছে রংপুর।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে রংপুর। ওপেনিং জুটিতে ঝড় তোলেন রনি তালুকদার ও মোহাম্মদ নাঈম। এর মধ্যে রনি মেরে খেলেন আর নাঈম সঙ্গ দেন। তাতে ওপেনিং জুটিতে ৮৪ রান পায় রংপুর।
শেরেবাংলার শিশিরভেজা উইকেটে শুরুতেই ঝড় তোলেন ওপেনার রনি তালুকদার। চারের ফুলঝুরি ছুটিয়ে ৬৭ রান তোলেন মাত্র ৩১ বলে। খুশদিল শাহ'র বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ইনিংসটি সাজান ১১ চার ও ১ ছয়ে। দলীয় নবম ওভারে দলীয় ৮৪ রানে রনি আউট হন। রনি আউট হওয়ার পর কিছুটা দেখেশুনে খেলে রংপুর।
১৩তম ওভারে দ্বিতীয় ওপেনার মোহাম্মদ নাঈমকে ফেরান ফজল হক ফারুকী। মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৩৪ বলে ২৯ রান করেন তিনি। রনির গড়ে দেওয়া ইনিংস টেনে নিতে দেখেশুনে খেলছিলেন শোয়েব মালিক৷ কিন্তু ২৬ বলে ৩৩ রান করে রানআউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
শুরুর ৯ ওভারে ওভারপ্রতি প্রায় ১০ করে নিলেও কুমিল্লার বোলাররা শেষ দিকে লাগাম টানে। শেষ দিকে সুবিধা করতে পারেননি সিকান্দার রাজা। শেষ দিকে নুরুল হাসানের বিশেষ করে খুশদিল শাহ ও ফজলের বল থেকে বেশি রান তুলতে পারেনি রংপুর। শেষ ওভারে ম্যাচে নিজের একমাত্র উইকেট পান মুস্তাফিজুর রহমান, সাজঘরে ফেরান বেনি হাওয়েলকে।