কেন নিজেকে ‘স্রষ্টার ওপর’ ছেড়ে দিলেন মেসি?
চলতি মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে চুক্তি শেষ পিএসজির, এটি নতুন খবর নয়। তাই সময় যত গড়াচ্ছে, তত বেশি ডালপালা গজাচ্ছে মেসির পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা-কল্পনা। কেউ মেসির ভবিষ্যৎ দেখছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। কারও মতে, সৌদি আরবের ক্লাব আল-হিলালে যাচ্ছেন মেসি। তবে যখন থেকে মেসিকে পাওয়ার দৌঁড়ে বার্সেলোনা যুক্ত হয়েছে, বেশিরভাগ মানুষ আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের পরবর্তী গন্তব্য দেখছেন পুরোনো ক্লাবেই।
মেসি কোথায় যাবেন, তা নিয়ে ফুটবল দুনিয়ার ঘুম হারাম হলেও খোদ মেসি ছিলেন নিশ্চুপ। এবারে আর চুপ থাকলেন না তিনি। কোথায় যাবেন সরাসরি না বললেও কথা বলেছেন ট্রান্সফার প্রসঙ্গে। বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশন হাউজ ব্র্যান্ড লুই ভিঁতোর একটি বিজ্ঞাপনের প্রমোশনাল বিবৃতিতে ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।
জনপ্রিয় স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভোর শনিবার (১৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, নিজের ভবিষ্যৎ স্রষ্টার ওপর ছেড়ে দিয়েছেন মেসি। মেসি বলেন, ‘আমি জানি না, আমার ভবিষ্যৎ কোথায়। আমি আগেই বলেছি, আমি কল্পনা করতে পছন্দ করি। এমন কিছু নিয়ে ভাবতে পছন্দ করি যা ঘটতে পারে। কিন্তু সত্যিই জানি না, আমার ভবিষ্যৎ গন্তব্য কোথায়। সৃষ্টিকর্তা যেখানে গন্তব্য ঠিক করে রেখেছেন, সেখানেই হবে।’
মেসির কথার পরে ট্রান্সফার নিয়ে আলোচনা আরও বেড়ে যাবে বহুগুণ, এটি নিশ্চিত করে বলা যায়। কোথায় যাবেন সেটি স্পষ্ট না করলেও পিএসজিতে না থাকার সম্ভাবনা যে বেশি, এটি বোঝা যায় পরিষ্কারভাবে। অধিকাংশেরই মত, টাকা নয়, আবেগকে প্রাধান্য দিয়ে মেসি বার্সায় প্রত্যাবর্তন করবেন। যদিও ইউরোপিয়ান ফুটবলে শেষের আগে শেষ বলে কিছু নেই, ট্রান্সফারের বেলায় যা আরও বেশি অনিশ্চিত।