কোচের আত্মবিশ্বাস, বাংলাদেশ দলের স্বপ্ন
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ সোমবার দুই দল লড়াইয়ে নামবে। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন আত্মবিশ্বাসী সাফল্য এনে দেবেন মেয়েরা।
দলের সাফল্যে আশাবাদী গোলাম রব্বানি বলেন, ‘ফাইনালের জন্য প্রস্তুত পুরো দল। তবে আমাদের প্রতিপক্ষ নেপাল খুবই শক্তিশালী দল। অবশ্য শেষ চার ম্যাচে মেয়েরা দুর্দান্ত খেলেছে। সেই ধারাবাহিকতা রাখতে পারলে সাফল্য আসবে। স্বাগতিকদের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। আমাদের মেয়েরা কোনো চাপে নেই। তারা লড়াইয়ের জন্য প্রস্তুত।’
বাংলাদেশ কোচ আরও বলেন, ‘বরাবরই নেপাল ভালো ফুটবল খেলে থাকে। মাঠে ১০-১৫ হাজার দর্শক আসে। এত দর্শকের সমর্থনের বিপক্ষে খেলা কঠিন। নেপাল এর সুবিধা পাবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ।’
সাফে এর আগে নেপালের বিপক্ষে সাফল্য পায়নি বাংলাদেশ। এ সম্পর্কে গোলাম রাব্বিনি বলেন, ‘এর আগে জিততে পারিনি ঠিক। কিন্তু বিগত দিনে কি হয়েছে তা নিয়ে ভাবতে চাচ্ছি না। মেয়েরা ভালো ফুটবল খেলবে সেই আশা করি। মেয়েরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করবে।’
অবশ্য সাফে এর আগে তিনবার মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। দুইবার সেমিফাইনালে এবং একবার গ্রুপ পর্বে। তিনবারই হারে বাংলাদেশ।
২০১০ সালে সেমিফাইনালে নেপালের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আর ২০১৪ সালে সেমিফাইনালে ১-০ গোলে এবং ২০১৯ সালে গ্রুপ পর্বে ৩-০ গোলে হারে বাংলাদেশ দল।