কোচের চোখে সাকিব যেন শেন ওয়ার্ন
বাংলাদেশ দলে সাকিব আল হাসান থাকা মানেই যেন বিশেষ কিছু। একই সঙ্গে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই রোল প্লে করেন তিনি। এক বিভাগে ব্যর্থ হলে ঠিক আরেক বিভাগ দিয়ে পুষিয়ে দেন।
এই যেমন শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে তেমন ভূমিকা না রাখতে পারলেও বল হাতে উজ্জ্বল সাকিব। চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও বল হাতে অবদান রাখছেন। আজ ঢাকা টেস্টের তৃতীয় দিনেও বাংলাদেশকে স্বস্তি উপহার দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দিনের শুরুতে ৮০ রান করা করুনারত্নেকে আউট করেছেন। শেষে আউট করেছেন আরেক থিতু হওয়া ব্যাটার ডি সিলভাকে।
তাই দিন শেষে সংবাদ সম্মেলনে দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনান্ডের মুখেও ঝরল সাকিবের প্রশংসা।
সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের প্রসঙ্গ টেনে বললেন, ‘সাকিবের মতো ছেলেকে কী শিখানো যায়? এটা আমার প্রশ্ন। শেন ওয়ার্নের মতো, তার অনেক অভিজ্ঞতা, পুরো বিশ্বে ঘুরে বেড়ায়। আমি জানি, সে আর রাঙ্গার (স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ) খুবই ভালো সম্পর্ক। যখনই তাদের দরকার হয় কথা বলে।'
ডোনাল্ড আরও বলেন, ‘আমি ডাগআউটে বসে কয়েকজনকে বলছিলাম, এবি ডি ভিলিয়ার্স বলেছিল যে সাকিবের বিপক্ষে খেলা কঠিন। আপনি জানেন, সে একজন স্মার্ট অপারেটর। সে খুবই সূক্ষ্মভাবে তার গতি বদলায়। আশা করি, কাল যদি সে পাঁচ উইকেট নিতে পারে তাহলে অসাধারণ হবে। এটা দুর্দান্ত তাকে দলে পাওয়া, এই অভিজ্ঞতা অমূল্য।’