কোথায় হবে এশিয়া কাপ, জানালেন সৌরভ
শেষ পর্যন্ত এশিয়া কাপ আয়োজনের হাল ছেড়ে দিল শ্রীলঙ্কা। আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপ নিজেদের দেশে আয়োজন করতে পারবে না লঙ্কানরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
তাহলে কোন দেশে আয়োজন হবে এশিয়া কাপ? সে ব্যাপারেই জানালেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তিনি জানালেন, আগস্ট-সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতেই হবে এশিয়া কাপ।
বিসিসিআইর শীর্ষ কাউন্সিল বৈঠকের পর মুম্বাইয়ে সৌরভ সাংবাদিকদের বলেন, ‘এশিয়া কাপ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, এটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।’
এর আগে এসিসি-র তরফে জানানো হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। ওদের বিদেশি মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা ওরা আয়োজন করতে পারবেন না।’
আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আসরটি হওয়ার কথা। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেবে বাছাই উতরে যাওয়া একটি দল।