কোহলিকে এড়িয়ে সৌরভের টুইটে নতুন বিতর্ক
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। তবে, সেঞ্চুরি হাঁকিয়েও দলকে তুলতে পারেননি প্লে-অফে। কারণ, শুভমান গিলের সেঞ্চুরিতে জয় হাতছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এমন অসাধারণ সেঞ্চুরির পর গিলের প্রশংসা করে বিপাকে সৌরভ গাঙ্গুলি।
গত রোববার (২১ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স। গুজরাটের বিপক্ষে ৬১ বলে ১০১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন কোহলি। এরপর গিল ৫২ বলে ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এমন ইনিংস খেলে দলকে জয় উপহার দেওয়ার পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সকে শেষ চারে তোলে গিল।
এমন নজরকাড়া পারফরম্যান্সের পর গিলের প্রশংসা করে সৌরভ টুইট করে লেখেন, ‘এই দেশ শুভমান গিলের মতো দারুণ প্রতিভা তৈরি করেছে। দুটো অসাধারণ ইনিংস খেলল সে।’
আর এই টুইটে কোহলির নাম উল্লেখ না করায় সৌরভকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। টুইটারে সৌরভের নাম উল্লেখ করে অনেকেই বিদ্রুপ করছেন। কারও মতে, সাবেক বিসিসিআই সভাপতি ক্রিকেটকে বিভক্ত করে দিয়েছেন। তিনি চাইলে কোহলির নামও উল্লেখ করতে পারতেন। কারণ, কোহলিও ভালো খেলেছেন।
এখানেই শেষ নয় কারও ধারণা, কোহলির প্রতি রাগ পুষে রয়েছেন সৌরভ, কোহলির নাম এবং তার সেঞ্চুরির কথা তিনি বলেননি। তাতে বোঝাই যাচ্ছে কোহলির প্রতি কতটা ঘৃণা রয়েছে। তার নাম পর্যন্ত তিনি বললেন না। ভারতীয় ক্রিকেটের জন্য আপনি বা অন্য কারও চেয়ে বিরাট কোহলি অনেক বড় নাম।
বেঙ্গালুরুর হয়ে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার ২৩৭ ম্যাচে ৩৭.২৫ গড় ও ১৩০.২৫ স্ট্রাইক রেটে করেন ৭২৬৩ রান। ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক করেন ৯৭৩ রান, যা আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। তখন ৪টি সেঞ্চুরি করেন কোহলি। ২০১৩, ২০১৬, ২০২৩—তিন আইপিএলেই ৬০০-এর ওপরে রান করেন তিনি। এবারের আইপিএলে দুই সেঞ্চুরি ও আট ফিফটিতে ৬৩৯ রান করেন ভারতীয় এই ব্যাটার।