ক্যাচ ড্রপের হতাশায় পুরো শ্রীলঙ্কা দল
শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড দলের ফিল্ডিং পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে ক্যাচ ড্রপের কারণে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। তাই প্রথম ইনিংসে ৩৯৭ রান করার পরও আজ মঙ্গলবার চট্টগ্রামে তৃতীয় দিনের খেলায় আধিপত্য দেখায় বাংলাদেশ দল।
অবসর নেওয়ার আগে তামিম ইকবাল একটি দুর্দান্ত ইনিংস খেলেন। পরে মুশফিকুর রহিম ও লিটন দাসের অপরাজিত দুটি ইনংসের ওপর ভর করে ৩ উইকেটে ৩১৮ রান করে বাংলাদেশ। বাংলাদেশের এই অবস্থার একটি বড় কারণ ছিল মাঠে শ্রীলঙ্কার বাজে ফিল্ডিং। তামিম ৮৭ রানে এবং লিটন দাস ৩৩ রানে জীবন পান। আর মাহমুদুল হাসান ৫১ রানে জীবন পান।
এ ব্যাপারে সিলভারউড বলেন, ‘তিনটি ক্যাচ ড্রপ দলকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। আমাদের ফিল্ডিং আরও ভালো হতে হবে। আমাদের সুযোগ হাতছাড়া করা যাবে না। তাহলে দলের জন্য খুব একটা ভালো হবে না।’
লঙ্কান এই কোচ আরও বলেন, ‘আমি মনে করি আগামীকাল সকালের সেশনটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি স্কোরিং রেটকে আগের মতো করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে লাঞ্চের সময় তারা আমাদের সমান পর্যায়ে থাকবে।’
‘অবশ্য এখনো পাঁচটি সেশন বাকি আছে, তারা কীভাবে খেলে তা দেখাতে হবে। আমরা রান আটকানোর চেষ্টা করব। তবে এটাও জানি বাংলাদেশের কিছু ভালো খেলোয়াড় আছেন, যাঁরা রান রেট বাড়াতে পারেন।’