ক্যারিয়ারের প্রথম ফাইফারে সিলেট রাঙালেন হাসান
আজ বিশ্ব আবহাওয়া দিবস। সিলেটের রোদ ঝলমল আবহাওয়ায় টস জিতে ব্যাটিং নিয়েছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। উদ্দেশ স্পষ্ট; আগের দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের হাতে তুলোধুনা হওয়া আইরিশরা আজ সেখানে রানের ফুলঝুরি ছোটাবেন। কিন্তু আবহাওয়ার ধর্মই তো বদলানো। যে পিচে আগের দুই ম্যাচে আয়ারল্যান্ডের বোলাররা ছিল অসহায়, সেখানেই আজ আগুন ঝরালেন বাংলাদেশের পেসাররা। তাতে নেতৃত্ব দিলেন তরুণ তুর্কী হাসান মাহমুদ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে অল্পতে বেঁধে দিলেন আইরিশদের।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮.১ ওভারে একটি মেডেন ওভারসহ ৩২ রানে হাসান নিয়েছেন পাঁচ উইকেট, যা তার ক্যারিয়ারে সেরা বোলিং। ওয়ানডে ক্যারিয়ারের মাত্র অষ্টম ম্যাচে এসেই পেলেন প্রথম ফাইফারের দেখা। এর আগে হাসানের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮ রানে ৩ উইকেট।
আইরিশদের স্কোরবোর্ডে ২২ রান উঠতে হারিয়ে যায় ৩ উইকেট। সেখানে ওপেনার স্টিফেন ডোহানি ও পল স্টার্লিং এবং হ্যারি টেক্টর—তিনজনই হাসান মাহমুদের শিকারে পরিণত হন। ডোহানিকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করে শুরু হয় হাসানের তাণ্ডব। এরপর লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্টার্লিং ও টেক্টরকে। সেই যে মেরুদণ্ড ভেঙে গেল, ম্যাচে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি আইরিশরা।
৪৮ বলে ৩৬ রান করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কার্টিস ক্যাম্প্যার। তাসকিন আহমেদের ক্যাচে পরিণত করে তাকেও ফেরান হাসান। এরপর শেষ পেরেক ঠোকেন গ্রাহাম হিউমকে আউট করে। ৮.১-১-৩২-৫, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মুগ্ধ সবুজের মতো এই ফিগারটাকে আজীবন স্মৃতির ফ্রেমে সতেজ রাখবেন হাসান মাহমুদ।