ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি গোল কার?
ক্রিস্টিয়ানো রোনালদো ৯৩৩ ম্যাচে ৬৯৮ গোল করে ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। তাঁর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ৬৮৩ গোল নিয়ে পর্তুগিজ তারকার চেয়ে মাত্র ১৫ গোলে পিছিয়ে আছেন। অবশ্য রোনালদোর চেয়ে ১২২ ম্যাচ কম খেলেছেন পিএসজি ফরোয়ার্ড। এদিকে বায়ার্ন মিউনিখের হয়ে গত কয়েক মৌসুমে দারুণ ফর্মে থাকা রবার্ট লেভান্দোস্কি ক্লাব ক্যারিয়ারে ৫০৯ গোল করেছেন।
গোল ডটকমের বিশ্লেষণে দেখে গেছে, গড় হিসেবে এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন জাদুকর। মেসি ১০০ মিনিটেরও কম গড়ে গোল করে অবিশ্বাস্য রেকর্ড রয়েছে।
মহাদেশীয় প্রতিযোগিতায় রোনালদোর পরেই আছেন মেসি। তবে এই জুটি বাকিদের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
ক্লাব ফুটবলে শীর্ষ পাঁচ গোলদাতা :
খেলোয়াড় লিগ কাপ মহাদেশীয় মোট
ক্রিয়ানো রোনালদো ৪৯৭ ৫১ ১৫০ ৬৯৮
লিওনেল মেসি ৪৮০ ৭০ ১৩৩ ৬৮৩
রবার্ট লেভান্দোস্কি ৩৬৫ ৪৯ ৯৫ ৫০৯
জ্লাতান ইব্রাহিমোভিচ ৩৮৯ ৪৬ ৫৭ ৪৯২
লুইস সুয়ারেজ ৩৪১ ৪২ ৫৩ ৪৩৬