খেলায় বরাদ্দ বেড়েছে
দেশের ৫১তম বাজেট প্রস্তাব করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় সংসদে এই বাজেট পেশ করেন তিনি। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এটি। প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া খাতে বরাদ্দ বেড়েছে।
২০২২-২০২৩ অর্থবছরে ১ হাজার ২৭৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর ২০২১-২০২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ১১৫ কোটি টাকা। অবশ্য গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ১ হাজার ২৫৮ কোটি টাকা।
অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, যুব ও ক্রীড়া খাতে প্রস্তাবিত বরাদ্দ ক্রীড়ার মানোন্নয়ন, আধুনিক স্টেডিয়াম, জিমনেশিয়াম, সুইমিং পুল, শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়াম নির্মান প্রকল্প এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধিতে ব্যয় হবে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রতিভা অন্বেষণ কার্যক্রম চলমান রাখতে বাজেটে বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড় খুঁজে বের করা, তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা, গ্রামীণ খেলাধুলার মান্নোনয়ন এবং দেশীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের জন্য বিভিন্ন অ্যাসোসিয়েশন ও ফেডারেশনকে বরাদ্দ দেওয়া হবে।
এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করে মন্ত্রিসভা।