খোলা আকাশের নিচে প্রাণবন্ত বাংলাদেশ দল
দীর্ঘ কোয়ারেন্টিন শেষ করে নিউজিল্যান্ডে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১ জানুয়ারি শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে যে কদিন সময় পাওয়া যাবে তৈরি হওয়ার জন্য এর পূর্ণ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো।
নিউজিল্যান্ডে অনেকদিন পর এক সঙ্গে ক্রিকেটাররা মাঠে নেমেছেন। কোয়ারেন্টিনের বন্দিদশা থেকে মুক্তি মেলার পরই প্রস্তুতির জন্য মাঠে নেমে পড়েছেন মুমিনুল-মুশফিকরা। ক্রাইস্টচার্চের লিংকন ইউনিভার্সিটি গ্রাউন্ডে শুরুতেই ফুটবলে গা গরম করে নিয়েছেন ক্রিকেটাররা।
বাংলাদশ দলের কোচ রাসেল ডমিঙ্গো এ ব্যাপারে বলেন, ‘বাইরে বের হতে পেরে খুবই ভালো লাগছে আমাদের। ১১দিনের কোয়ারেন্টিন, রুমে আবদ্ধ থাকার দিনগুলো খুবই চ্যালেঞ্জিং ছিল ছেলেদের। ঝকঝকে রোদে, খোলা আকাশের নিচে অনুশীলন শুরু করতে পেরে সবাই খুব খুশি।’
আগামী ১ জানুয়ারি বে ওভালে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। শুক্রবার তাউরাঙ্গা যাবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের উইকেটে গতি, বাউন্স, সুইংয়ের দাপট থাকে। পেসারদের নিয়ে তাই অনুশীলন শুরু করে দিয়েছেন ওটিস গিবসন। তাসকিন, শরিফুল ও রাহিরা উইকেটের সুবিধা কতটা কাজে লাগাতে পারবেন সেটাই এখন দেখার। ব্যাটারদের বড় চ্যালেঞ্জ কিউই পেসারদের বাউন্স ও সুইং সামলানোর।
বাংলাদেশ কোচ আরও বলেন, ‘দুদিন এখানে পুরোদমে অনুশীলন করব আমরা। তাউরাঙ্গা গিয়ে টেস্টের আগে আরও ছয়দিন পাব। আশা করছি যথেষ্ট প্রস্তুতি নিতে পারবে ব্যাটার ও বোলাররা।’
নিউজিল্যান্ডের কন্ডিশনের ধাঁধা এখনো ভাঙতে পারেনি বাংলাদেশ। কিউইদের বিপক্ষে তাদের মাটিতে তিন ফরম্যাট মিলে দ্বিপাক্ষিক সিরিজে একটা ম্যাচও জিততে না পারা একমাত্র দল হচ্ছে বাংলাদেশ।