গতির সঙ্গে আপোষ করতে রাজি নন হাসান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সবার নজর কেড়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। নিজের অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়েছেন তিনি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পান এক উইকেট। তরুণ এই পেসার প্রথম দুই ম্যাচেই সবাইকে মুগ্ধ করেছেন। তিনি মনে করেন, গতির সঙ্গে সঠিক বোলিং করাটা খুবই জরুরি।
আজ রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলীয় অনুশীলন শেষে হাসান বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে মানষিক দৃঢ়তার খুবই প্রয়োজন। অবশ্য ঘরোয়া হোক বা আন্তর্জাতিক, বোলিংয়ের গতির সঙ্গে কোনো আপোষ করতে চাই না। একই সঙ্গে নিয়মিত সঠিক জায়গায় বোলও করতে চাই। এটি ধরে রাখতে পারলে সাফল্য পাওয়া সম্ভব।’
পেস বোলিং কোচ ওটিস গিবসনের পরামর্শে নিজের দক্ষতা বাড়াতে কাজ করছেন বলে জানিয়েছেন হাসান, ‘গিবসন আমাদের ভালোভাবে নির্দেশনা দিচ্ছেন। আমি নিখুঁত লাইন, লেন্থ, ইয়র্কার ও স্লোয়ার বোলিং করে যেতে চাই। সেই সঙ্গে মেনে চলতে চাই গিবসনের নির্দেশনা। তার নির্দেশনা মেনেই আমি কাজ করছি। আশা করছি ভালো কিছু অপেক্ষা করছে।
নিজের গতি বাড়াতে প্রাধান্য দিচ্ছেন বলেও জানিয়েছেন হাসান মাহমুদ। তিনি বলেন, ‘এটি একটি প্রক্রিয়া। সঠিকভাবে কাজ করলে কেবল গতি বাড়ানো সম্ভব। জানি আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। সেই সঙ্গে নিজেকেও ভালো রাখতে হবে।’