গুজরাটের কাছে পাত্তাই পেল না কলকাতা
ভাগ্য যেন ফিরছেই না কলকাতা নাইট রাইডার্সের। টানা হারের পর গেল ম্যাচে জয়ের মুখ দেখলেও ফের ডুবল হতাশায়। বড় স্কোর গড়েও পাত্তা পেল না গুজরাট টাইটান্সের কাছে। সহজ জয়ে টেবিলের শীর্ষস্থান পোক্ত করল হার্দিক পান্ডিয়ার দল।
আইপিএলে দিনের প্রথম ম্যাচে আজ শনিবার (২৯ এপ্রিল) মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স। ব্যাটে-বলের দাপটে হেসেখেলেই কলকাতাকে ৭ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে কলকাতা। জবাবে ১৭.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে গুজরাট।
ইডেন গার্ডেনসে টসে জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠান গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওপেনিংয়ে ভালো করার ইঙ্গিত দিয়েছিলেন কলকাতার ওপেনার নারায়ণ জগদীশ। ১৫ বলে ১৯ রান করে মোহাম্মদ শামির বলে লেগ বিফোর হন নারায়ণ। রান করতে ব্যর্থ হন কলকাতা অধিনায়ক নিতিশ রানা (৪) ও ভেঙ্কটেশ আয়ার (১১)। হাসেনি রিঙ্কু সিংয়ের ব্যাটও। ২০ বলে ১৯ করে নূর আহমেদের শিকারে পরিণত হন রিঙ্কু।
তবে কলকাতার নায়ক বনে যান ওপেনার ও উইকেটরক্ষক গুরবাজ। ব্যাট হাতে আসরে প্রথমবার জ্বলে ওঠেন এই আফগান তারকা। ইডেন গার্ডেনে রীতিমতো তান্ডব চালান তিনি। ৫ চার ও ৭ ছয়ে খেলেন ৩৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস। শেষাংশে তাকে সঙ্গ দেন আন্দ্রে রাসেল। ১৯ বলে রাসেল করেন ৩৪ রান। এতে কলকাতা পায় ১৭৯ রানের লড়াকু পুঁজি।
গুজরাটের পক্ষে ৩ উইকেট পান মোহাম্মদ শামি। নূর আহমেদ ও জস লিটল নেন ২ টি করে।
১৮০ রানের লক্ষ্যে নেমে শুরুটা দেখেশুনেই করে গুজরাট। শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার (১০) ওপেনিং জুটিতে আসে ৪১ রান। হার্দিক পান্ডিয়া ও গিল মিলে দ্বিতীয় উইকেটে আরও ৫০ রান যোগ করেন স্কোরবোর্ডে। দলের রান যখন ৯১, ব্যক্তিগত ২৬ রানে তখন সাজঘরে ফেরেন পান্ডিয়া। ওপেনার গিল আউট হন ৩৫ বলে ৪৯ রান করে। গিল আউট হলেও অসুবিধা হয়নি গুজরাটের। বিজয় শঙ্কর ও ডেভিড মিলার মিলে ঝড় বইয়ে দেন কলকাতার বোলারদের উপর দিয়ে।
২৪ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন বিজয়। মিলার অপরাজিত থাকেন ১৮ বলে ৩২ রানে। এতেই মাত্র ৩ উইকেট হারিয়ে গন্তব্য পৌঁছে যায় গুজরাট।
এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে গুজরাট। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কলকাতার অবস্থান সাতে।