গেইলকে ছাড়িয়ে যে তালিকায় এক নম্বরে কোহলি
আইপিএলের প্লে-অফে ওঠার স্বপ্ন গত রাতেই ভেঙে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। গুজরাট টাইটান্সের কাছে হেরে শূন্য হাতে ফিরতে হচ্ছে তাদের। তবে এমন ম্যাচেও বেঙ্গালুরুর আশার আলো হয়ে জ্বলেছেন বিরাট কোহলি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে তুলে নিয়েছেন চমৎকার সেঞ্চুরি। যে সেঞ্চুরির মাধ্যমে আইপিএল ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন সাবেক ভারতীয় এই অধিনায়ক।
ব্যাঙ্গালুরুর এম চিন্বাস্বামী স্টেডিয়ামে গতকাল রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাট হাতে ৬১ বলে ১০১ রানের দারুণ ইনিংস উপহার দেন কোহলি। যাতে ভর করেই বেঙ্গালুরু পায় ১৯৭ রানের ভালো পুঁজি। যদিও সেটা প্রতিপক্ষের ক্রিকেটার শুভমান গিলের সেঞ্চুরির কাছে বৃথা যায়। তবে, বৃথা গেলেও হয়ে গেছে নতুন রেকর্ড।
গতকাল আইপিএলে নিজের সপ্তম সেঞ্চুরি করেছেন। যেটা টুর্নামেন্টের প্রায় দেড় যুগের ইতিহাসে সর্বোচ্চ। মানে, আইপিএলে কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি আর কেউ নেই। ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকেও পেছনে ফেলেছেন কোহলি। ভারতীয় তারকার চেয়ে একটি কম নিয়ে তালিকায় ছয় নম্বরে আছেন গেইল।
গতকালের আগের ম্যাচেও সেঞ্চুরি হাঁকান কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচে উপহার দেন আরেকটি শতরানের ইনিংস। ওইদিন মূলত ছয় সেঞ্চুরি নিয়ে গেইলের পাশে বসেন তিনি। এবার আরেকটি শতক করে ছাড়িয়ে গেলেন ক্রিস গেইলকে।
ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৭ রানের সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। জবাবে ৪ উইকেট হারিয়ে গিলের ব্যাটে চড়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। দলের জয়ের পথে ব্যাট হাতে সেঞ্চুরি করা গিল মাত্র ৫২ বলে উপহার দেন ১০৪ রানের দারুণ ইনিংস।