গোল বাতিল হওয়ায় ফিফার কাছে অভিযোগ করেছে ফ্রান্স
'ডি'-গ্রুপের শেষ ম্যাচে গতকাল অঘটনের শিকার হয়েছে ফ্রান্স। তিউনিসিয়ার কাছে হেরে যায় ০-১ গোলে। যদিও এই হার তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আটকাতে পারেনি। তবে বিতর্ক শুরু হয়েছে ম্যাচের একদম অন্তিম সময়ে করা আন্তোইন গ্রিজম্যানের একটি গোল নিয়ে।
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিআরের সহায়তায় গোলটি বাতিল করেন ম্যাচ রেফারি। সেটি না কি অফসাইড ছিল।
ম্যাচের ৫৮ তম মিনিটে ওয়াহাবি খাজরির গোলে এগিয়ে যায় তিউনিসিয়া। পরের সময়টুকুতে ফ্রান্স চেষ্টা করলেও গোল শোধ করতে পারেনি। এমন অবস্থায় একদম শেষ দিকে গোল পান গ্রিজম্যান। যোগ করা সময়ের অষ্টম মিনিটে চুয়ামেনি যখন পাস বাড়ান, গ্রিজম্যান অফসাইডে ছিলেন।
রেফারি প্রথমে গোল দেন, এরপর খেলা শেষের বাঁশি বাজান, ফের ভিআরের দ্বারস্থ হয়ে বাতিল করে দেন। এতেই চটেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। ফিফার নিয়ম অনুযায়ী, ২৪ ঘন্টার মধ্যে লিখিত অভিযোগ এনেছে ফ্রান্স।
ম্যাচের পর এক বিবৃতিতে ফিফার কাছে অভিযোগের কথা জানিয়ে তারা বলে, 'গ্রিজম্যানের গোলটি অফসাইড নয়। এটি আমাদের মতে ভুল সিদ্ধান্ত। গোল বাতিল হওয়ায় আমরা লিখিত অভিযোগ আনছি।'
ফিফার রায় জানা যাবে পরে। অবশ্য এই হারে গ্রুপ সেরা হওয়া আটকায়নি ফ্রান্সের। ডি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এই হারে ভেঙেছে ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর থেকে বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ড।