গ্যালারিতে বান্ধবীকে আংটি পরালেন চাহার
পাঞ্জাব কিংসের বিপক্ষে ভালো করতে পারেনি চেন্নাই সুপার কিংস। লিগ পর্ব হার দিয়েই শেষ হলো চেন্নাইয়ের। তবে দল হারলেও, দিনটি বিশেষ হয়ে থাকল দীপক চাহারের। দলের হারের ম্যাচেই গ্যালারিতে গিয়ে বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন চেন্নাইয়ের এই পেসার। মাঠে সবার সামনে বান্ধবীকে আংটি পরিয়ে দিলেন চাহার।
ম্যাচটিতে চেন্নাইকে ছয় উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ম্যাচ শেষে সোজা গ্যালারিতে চলে যান চাহার। সেখানে গিয়ে আংটি পরিয়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন তিনি। চাহারের প্রস্তাবে সাড়াও দিয়েছেন তাঁর বান্ধবী। তখন কাছেই থাকা চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি অভিনন্দন জানান এ দুজনকে।
দীপক পরে ইনস্টাগ্রামে ওই মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করেন। ভক্তদের সঙ্গে মুহূর্তগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘ছবিই সব বলে দেয়। আপনাদের সবার আশীর্বাদ চাই।’
ওই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও চেন্নাই তাদের অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করেছে। ক্যাপশনে লেখা, ‘সে হ্যাঁ বলেছে। অভিনন্দন।’