‘গ্রুপিং’ নিয়ে পাপনের অভিযোগে যা বললেন তামিম
সাকিব-তামিমের কথা বন্ধ। শীর্ষ দুই তারকার দ্বন্দ্বের জেরে বিভক্ত বাংলাদেশ দল। সমাধানের চেষ্টা করেও ব্যর্থ বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে পাপনের দাবি- ‘ড্রেসিংরুমের আবহ অস্বস্তিকর এবং দলে চলছে গ্রুপিং।’
বিসিবি সভাপতির এমন বিস্ফোরক মন্তব্যের পর ফের আলোচনায় সাকিব-তামিম। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ক্রিকবাজের প্রতিবেদন প্রকাশের পর থেকেই এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে শুরু হয় আলোচনা।
অবশেষে দলে গ্রুপিংয়ের অভিযোগ নিয়ে মুখ খুললেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রেস কনফারেন্সে তামিম জানান, ড্রেসিংরুমে সবকিছু স্বাভাবিক রয়েছে। আবহাওয়া খুব ভালো। শুধু আজ না অনেকদিন ধরেই। শেষ ৫ বছর ধরেই ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম ভালো থাকে। তখন এমনই ফল আসে। সবকিছু স্বাভাবিক আছে।’
তামিম তার ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে কখনও গ্রুপিং দেখেননি উল্লেখ করে বলেন, ১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি। দল ভালো না করলে এমন (গ্রুপিং) শব্দ ব্যবহার করা হয়। ১৬ বছর আগেও দেখিনি, ১০ বছর আগেও দেখিনি। এখনও দেখছি না।
তামিম আরও বলেন, ‘তবে, আমি গত ৬ মাসে দলের ড্রেসিংরুমে ছিলাম না। এইসময়ে কোনো কিছু হয়ে থাকলে, তা আমার জানা নেই। তবুও আমরা বলবো গ্রুপিংয়ের কোনো সম্ভাবনা নেই। আমরা গত কয়েকদিন ধরে অনুশীলন করছি। সবকিছু স্বাভাবিক, আমরা আনন্দঘন পরিবেশেই অনুশীলন করছি।’
এর আগে গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আমি আপনাকে বলতে পারি, এটা কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়। এই ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্ক) এমন নয় যে আমি সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝেছি তাদের যে সমস্যাগুলো আছে, তা নিষ্পত্তি করা সম্ভব নয়। এটা আমার পর্যবেক্ষণ।’
এছাড়াও দলে গ্রুপিং সমস্যার সমাধান নিয়ে পাপন বলেন, ‘এই গ্রুপিং বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা ও বাস্তবতা। আমার আর অন্য কিছুতে সমস্যা নেই। আমি এই গ্রুপিং সম্পর্কে শঙ্কায় এবং কিছুদিন আগেই আমি এই বিষয়ে জানতে পেরেছি। বিশ্বকাপে ওদের হোটেলে থাকার পরও যা দেখেছি শুনেছি, বিশ্বাস করতে পারছি না। একটা জিনিস সবার মনে রাখার দরকার, দলে এই ধরনের গ্রুপিং চলতে পারে না।’