গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে মাঠে নেমেছে ব্রাজিল
টানা দুই জয়ে দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের নক আউট পর্বে পা রাখে ব্রাজিল। এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মিশন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যে আজ শুক্রবার দিবাগত রাতে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হয়েছে ব্রাজিল। লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১টায়।
প্রথম দুই ম্যাচে জয় পেয়ে শেষ ষোলো আগেই নিশ্চিত করছে ব্রাজিল। অন্যদিকে দুই ম্যাচ শেষে ক্যামেরুনের পয়েন্ট মাত্র এক হলেও পরের পর্বে যাওয়ার সম্ভাবনা এখনও আছে তাদের।
আগের ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাজিল। অন্যদিকে রোমাঞ্চকর খেলায় সার্বিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে আফ্রিকান পরাশক্তি ক্যামেরুন। ব্রাজিলের বিপক্ষে আজ আক্রমণাত্মক ঢংয়ে খেলার ছক কষেছে তারা। এবার মাঠে আক্রমণ কেমন হয় সেটাই দেখার।
আজ ক্যামেরুন ৪-২-৩-১ ফর্মেশনে খেলবে। বোঝা যাচ্ছে, মধ্যমাঠের দখল নিতে প্রস্তুত ওরা। ব্রাজিলেরও অভিন্ন কৌশল। ৪-২-৩-১ এ মাঝমাঠের দখলদারিত্ব নিয়ে ক্যামেরুনকে ধ্বংস করতে চায় সেলেসাওরা।
এই ম্যাচটিতে বেঞ্চ পরীক্ষা করছেন ব্রাজিল কোচ তিতে। মিলিতাও বাদে বেঞ্চের ১০ ফুটবলারকে নামিয়েছেন শুরুর একাদশে। অন্যদিকে ক্যামেরুনের এটি টিকে থাকার সুযোগ।
দুই দল এর আগে বিশ্বকাপে দুইবার পরস্পর মুখোমুখি হয়। ১৯৯৪ বিশ্বকাপে ক্যামেরুনকে ৩-০ গোলে হারানোর পর ২০১৪ বিশ্বকাপেম হারায় ৪-১ গোলে।
তবে এবারের বিশ্বকাপ রোজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ফেভারিট তকমা কেবল গায়েই থাকে। খেলাটা মাঠে খেলতে হয়। ব্রাজিলের বেলায় কী হয়, সেটি জানা যাবে ঘন্টা দেড়েক বাদে।