ঘরের মাঠে পিএসজির দারুণ জয়
বড়দিনের ছুটিতে যাওয়ার আগে ঘরের মাঠে দারুণ জয় তুলে নিয়েছে প্যারিসের ক্লাব পিএসজি। দুর্দান্ত ফুটবল খেলে স্টার্সবুরকে উড়িয়ে দিল ফরাসি চ্যাম্পিয়ানরা।
গতকাল বুধবার লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে স্টার্সবুরকে ৪-০ গোলে হারিছে টমাস তুখেলের দল। দলের পক্ষে একটি করে গোল করেন তিমোথি পেমবেলে, কিলিয়ান এমবাপ্পে, ইদ্রিসা গেয়ি ও মোইজে কিন। এর আগে গত ম্যাচের লিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল শিরোপাধারীরা।
এদিন ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। গোলটি করেন ফরাসি ক্লাবে বেড়ে ওঠা ১৮ বছর বয়সী তিমোথি পেমবেলে।
পরের গোলগুলো আসে শেষ দিকে। শেষ ১২ মিনিটের মধ্যে তিন গোল পেয়ে যায় ফরাসি চ্যাম্পিয়ানরা। প্রথমে ৭৯ মিনিটে ডি মারিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। এরপর ৮৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে স্কোরলাইন ৩-০ করেন গেয়ি। আর শেষ দিকে যোগ করা সময়ে দলের চতুর্থ গোল করেন কিন। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
চলতি লিগে ১৭ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে পিএসজি। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে স্টার্সবুর। ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলেল শীর্ষে আছে লিওঁ।