ঘরের মাঠে সাফল্যে আশাবাদী বাংলাদেশ
ঘরের মাঠে সিরিজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কেমন করবে বাংলাদেশ, তা নিয়ে চলছে আলোচনা। নিজেদের মাঠে সফল্যে আশাবাদী মুমিনুল-মুশফিকরা। আর এই লক্ষ্য নিয়ে আগামীকাল রোববার সিরিজের প্রথম টেস্টে লড়াইয়ে নামবে স্বাগতিকরা।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী তারা। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছে দুই দল। তাদের বিপক্ষে মাত্র একটিতে জিতেছে, চারটিতে ড্র করেছে এবং ১৭টিতে হেরেছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়লেও টেস্টের পারফরম্যান্স হতাশাজনক। অবশ্য এর আগে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল লাল-সবুজের দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম চার দিন আধিপত্য বিস্তার করেও পঞ্চম দিনের প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটিং ধস নামে। হারের স্বাদ পায় তারা। দ্বিতীয় টেস্টেও ব্যর্থ হয়।
সাফল্যে আশাবাদী বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমি বিশ্বাস করি পুরো পাঁচ দিন ভালো খেলতে পারলে যে কোনো দলকে হারাতে পারব আমরা। যখন আমাদের খারাপ সেশন আসে, তখন সেটি খুব খারাপ ভাবেই আসে। আমরা হয়তো এক বা দুটি উইকেট হারাতে পারি। পাঁচ উইকেট নয়। এই বিষয়টি আমি বার বার বলে আসছি। ড্রেসিং রুমে আমাদের শান্ত থাকার চেষ্টা করতে হবে। এতে উইকেট পতন রোধ করে।’
বাংলাদেশ কোচ উদহারণ টেনে বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা ২০০ রানে এগিয়ে ছিলাম। এরপর আমরা উইকেট হারাতে শুরু করি। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের জয় পাওয়া উচিৎ ছিল। নিউজিল্যান্ডে আমরা প্রথম টেস্টে জিতেছি। ডারবান টেস্টে প্রথম চারদিন আমরা সত্যিই খুব ভালো খেলেছি। আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্বিতীয় ইনিংসে টিকে থাকা।’
বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকও সাফল্য আশাবাদী। তিনি বলেন, ‘এটি পাঁচ দিনের ক্রিকেট। আমাদের প্রতিটি সেশনে ভালো খেলতে হবে। প্রতি সেশনে প্রাধান্য বিস্তার করতে হবে। তা পারলে আমাদের জয়ের সম্ভাবনা রয়েছে। কোনো সন্দেহ নেই, আমরা জয়ের জন্য মাঠে নামব, এটাই আমাদের শেষ লক্ষ্য।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘সাকিব দলে ফেরায় আমাদের আত্মবিশ্বাসী করবে। সে একজন টু-ইন-ওয়ান খেলোয়াড়।’
বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, এবাদত হোসেন, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।