চমক দিয়ে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
বিপিএল শেষেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে সিরিজ খেলবে বাংলাদেশ দল। অতিথিদের বিপক্ষে মূল লড়াইকে সামনে রেখে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। দলে চমক ইবাদত হোসেন ও তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। চলমান বিপিএলে ব্যাট হাতে দারুণ খেলেছেন জয়। যার পুরস্কার হিসেবে প্রথমবার পেলেন ওয়ানডে দলে সুযোগ। টেস্ট দলের নিয়মিত মুখ ইবাদতও প্রথমবার সুযোগ ওয়ানডে দলে।
বিপিএল ভালো কেটেছে নাসুম আহমেদের। চট্টগ্রামের হয়ে খেলা এই স্পিনার সব ম্যাচেই মিতব্যয়ী বোলিং করেছেন। যার সুবাদে তিনি আছেন ওয়ানডে স্কোয়াডে।
এ ছাড়াও বিপিএলে ছন্দ ধরে রাখা ইয়াসীর আলী রাব্বি আছেন। চোটের কারণে বিপিএলের মাঝপথে ছিটকে যান সিলেটের হয়ে খেলা তাসকিন আহমেদ। চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি চলছে এই পেসারের। তাকেও রাখা হয়েছে আফগানদের বিপক্ষে।
এরই মধ্যে বাংলাদেশ সফরে এসেছেন আফগান ক্রিকেটাররা। বাংলাদেশে আসার দুদিন পর আজ সোমবার তারাও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে।
বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে।
ম্যাচগুলো যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সবকটি ওয়ানডে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে। এর আগে সবশেষ গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ মার্চ। আফগানিস্তান সিরিজের পরপরই আবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।