চোট কাটিয়ে অনুশীলনে সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে সাকিব আল হাসান। কখনো বল হাতে, আবার কখনো ব্যাট হাতে সাফল্য পেয়েছেন তিনি। গত সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণ একটি হাফসেঞ্চুরি করার পর বল হাতে নেমেই দিয়েছিলেন দুঃসংবাদ। চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডারকে।
শেষ পর্যন্ত চোট কাটিয়ে মাঠে ফিরেছেন সাকিব। আজ শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছেন তিনি।
চট্টগ্রামে মাঠ নেমে শুরুতে নেটে ৩৫ মিনিটের মতো ব্যাটিং করেন সাকিব। এরপর সেন্টার উইকেটে ১৫ মিনিট অনুশীলন করেন তিনি।
গত ২৫ জানুয়ারি কুঁচকির ইনজুরিতে পড়েন সাকিব। এরপর প্রথমে ২৪, পরে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর তাঁর স্ক্যান করা হয়। সেখানে তেমন কোনো সমস্যা ধরা পড়েনি। তারপরও ঝুঁকি না নিয়ে দুই দিন বিশ্রাম নিয়ে আজ দলের অনুশীলনে ফিরেছেন তিনি।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সাকিব ব্যক্তিগত পঞ্চম ওভারের পঞ্চম বলটি করেই তলপেটের নিচে ঊরুর ওপরের দিকে হাত চেপে বসে পড়েন। উঠে দাঁড়াতে গিয়েও পারলেন না। পুরো ম্যাচ না খেলেই পরে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি।
সাকিবের এই চোট চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। কারণ আর কদিন বাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ড সফরে যাবে দল। আশার কথা বড় কোনো দুঃসংবাদ আসেনি।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চার উইকেট নিয়েছিলেন সাকিব। দ্বিতীয় ম্যাচে বল হাতে দুই উইকেট এবং অপরাজিত ৪৩ রান করেন। শেষ ওয়ানডেতে ৫১ রান করেন তিনি।