চোট সমস্যায় জর্জরিত বাংলাদেশ দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে চোট সমস্যা যেন কিছুতেই কাটছে না। বুড়ো আঙুলে চোট না সারায় দলে নেই তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসানও।
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই পেশিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোটের কারণে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি। আগামী শুক্রবার থেকে চট্টগ্রামে শুরু হতে চলা প্রথম টেস্ট থেকেও বাধ্য হয়েই সরে যেতে হলো তাঁকে। প্রথম টেস্ট তো বটেই, গোটা সিরিজেও তাঁর ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনাজুল আবেদীন নান্নু বলেন, ‘সাকিবের পেশির চোট ঠিক হয়নি। পুনর্বাসনের জন্য কিছুটা সময় লাগবে। প্রথমে টেস্ট তো বটেই ও হয়তো দ্বিতীয় টেস্টেও না খেলতে পারে। আমাদের ফিজিও সেই বিষয়টা জানাবেন।’
অবশ্য সাকিবকে ১৬ জনের টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিল। তাঁর পরিবর্তে অন্য কাউকে দলে ডাকা হয়নি। সাকিবের টেস্ট দলে না থাকা বাংলাদেশ দলের জন্য কিছুটা ক্ষতিরই বটে। চোট, আইপিএল, ইত্যাদি নানা কারণে সাম্প্রতিক সময়ে দলের তারকা অলরাউন্ডারকে ছাড়াই বাংলাদেশকে বেশিরভাগ সময় মাঠে নামতে হয়েছে। নির্বাসন থেকে ফিরে আসার পর তিনি বাংলাদেশ দলের হয়ে মাত্র একটি টেস্ট খেলেছেন।