ছাঁটাই নয়, কর্মীদের পুরো বেতন দিচ্ছেন নেইমার
করোনাভাইরাসের প্রভাবে জর্জরিত হওয়া দেশগুলোর তালিকায় অন্যতম ব্রাজিল। প্রতিদিন দেশটির আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতি আঘাত এনেছে দেশটির অর্থনীতি থেকে শুরু করে সব বিভাগে। করোনার রেশ পড়েছে নেইমারের প্রতিষ্ঠানেও।
সুবিধাবঞ্চিত তিন হাজার শিশুর দেখভালের জন্য যে প্রতিষ্ঠান চালু করেছিলেন নেইমার, করোনায় সেটা বন্ধ করে দিতে হয়েছে।
প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে সেখানকার কর্মীদের ছাঁটাই করার কথা। কিন্তু সেই পথে হাঁটেননি পিএসজি সুপারস্টার। ছাঁটাই না করে উল্টো নিজের থেকে ওই কর্মীদের পুরো বেতন দিচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ওই প্রতিষ্ঠানে ১৪২ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল। যাদের বেতনের পুরোটাই দিচ্ছেন নেইমার। মার্কাকে নেইমারের বাবা বলেন, ‘আমার পরিবার ও আমি প্রতিষ্ঠানটির দেখভাল করছি। যে ১৪২ জন কর্মী আছে, তারা সম্পূর্ণ বেতনসহ অন্যান্য ভাতাও পুরোপুরি পাচ্ছে। মহামারি যতদিনই চলুক না কেন, যারা আমাদের প্রতিষ্ঠানে কাজ করে তাদের চাকরি ও ভাতার নিশ্চয়তা দিচ্ছি আমরা।’
শিশুদের নিয়ে ব্রাজিলের প্রেইয়া গ্রান্দে অঞ্চলে গড়া হয় প্রতিষ্ঠানটি। নাম দেওয়া হয়েছিল নেইমার জুনিয়র ইনস্টিটিউট। কিন্তু করোনার কারণে সেটা চালানো সম্ভব হয়নি। মার্কার প্রতিবেদনে ধারণা করা হয় ওই প্রতিষ্ঠানের বেতন দিতে প্রতি মাসে নেইমারকে ৯০ হাজার ইউরো খরচ করতে হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯১ লাখ ৩৯ হাজার টাকা।
এদিকে দেশটিতে করোনার প্রকোপ বেড়েই চলছে। আজ শনিবার সকাল পর্যন্ত ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন। মারা গেছেন তিন লাখ ৬৯ হাজার ২৪ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২২ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।