ছেলের জন্য দোয়া চাইলেন সাকিব
সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে তৃতীয় সন্তান। দুই কন্যার পর এবার পুত্রসন্তান এসেছে এই তারকা দম্পতির ঘরে। নতুন অতিথিকে ঘিরে বাঁধবাঙা উচ্ছ্বাস সাকিব দম্পতির। নবজাতকের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ মঙ্গলবার সকালেই আসে সুখবর। তৃতীয় সন্তান আসার খবর গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন সাকিব। নবজাতক ও স্ত্রী—দুজনই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্য দোয়া চান তিনি।
সাকিব তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, মহান আল্লাহপাকের অশেষ রহমতে আমাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। ১৫ই মার্চ, সোমবার আলায়না ও ইরাম দেখা পেয়েছে তাদের ছোট ভাইয়ের। শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে। সকল শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই দোয়া করবেন।’
এর আগে আরেক স্ট্যাটাসে উচ্ছ্বাস প্রকাশ করেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। তিনি লিখেছেন, ‘দুই সুন্দর রাজকন্যার সঙ্গে হ্যান্ডসাম রাজপুত্র – এরচেয়ে ভালো জীবন আমরা কল্পনাও করতে পারি না। আমাদের জুনিয়রের জন্য ভালোবাসার শুভেচ্ছা জানানোয় আপনাদের সবাইকে ধন্যবাদ।’
২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন সাকিব। ২০১৫ সালের নভেম্বরে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান আলাইনা। ২০২০ সালের ২৪ এপ্রিল মাসে দ্বিতীয় কন্যার বাবা হন এই তারকা অলরাউন্ডার। তাঁর নাম রাখা হয় ইরাম আল হাসান। এরপর ২০২১ সালের শুরুতেই তৃতীয় সন্তান আসার খবর জানান সাকিব।
বছরের প্রথম দিন ১ জানুয়ারি এক পোস্টে তৃতীয় সন্তান আসার বার্তা দেন সাকিব-শিশির দুজনেই। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন এই তারকা দম্পতি। ক্যাপশনে লেখেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।