এশিয়ান কাপের বাছাই
জর্ডানের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা
হার দিয়ে এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ রোববার অনুষ্ঠিত ম্যাচে জর্ডানের কাছে ৫-০ গোলে হেরেছে মেয়েরা।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ‘জি’ গ্রুপের বাছাইয়ের ম্যাচে সাবিনা-কৃষ্ণারা মোটেও লড়াই করতে পারেনি।
জর্ডান ৩৫ মিনিটে এগিয়ে যায় শাহনাজ জেবরিনের করা গোলে। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে তারা। বানাজাইদ আল বিতার করেন এই গোলটি।
দ্বিতীয়ার্ধে আরও তিন গোলের দেখা পায় জর্ডান। মাইশা জিয়াদ জেবারাহ ৬২, ৬৭ ও ৭৭ মিনিটে তিনটি গোল করেন।
আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল।