জয়সওয়ালের ব্যাটে উড়ে গেল কলকাতা
একই মাঠে কলকাতার ব্যাটাররা হাসফাঁস করেছে রান পেতে। সেখানে যস্বভী জয়সওয়াল যেন হেসেখেলেই ব্যাট করলেন। ইডেন গার্ডেনসে শেষ বলে চার মেরে শতক থেকে দুই রানে থামলেন তিনি। এতেও উল্লসিত দেখা গেছে তাকে। কারণ, দলকে ম্যাচ জেতানোর কারিশমা দেখিয়েছেন তিনিই। টানা দুই জয়ের পর এক জয়সওয়ালের কাছেই নাস্তানাবুদ হতে হলো কলকাতাকে। দুর্দান্ত এক ইনিংসে আবারও নিজেকে চেনালেন রাজস্থানের তরুণ তুর্কী জয়সওয়াল।
আইপিএলে আজ বৃহস্পতিবার (১১ মে) মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। কলকাতাকে রীতিমতো পাত্তা না দিয়ে ৯ উইকেটের জয় তুলে নেয় রাজস্থান। বলা যায়, জয়সওয়ালের ব্যাটেই উড়ে গেল কেকেআর।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান তোলে কেকেআর। জবাবে ১৩.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৫১ রান করে রাজস্থান।
টসে জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান কলকাতা ওপেনার জেসন রয় (১০)। দলীয় ১৪ রানে তাকে ফেরান ট্রেন্ট বোল্ট। আরেক ওপেনার রহমতউল্লাহ গুরবাজকেও ফেরান বোল্ট। ১২ বলে ১৮ করেন গুরবাজ। তৃতীয় উইকেটে হাল ধরেন ভেঙ্কটেশ আইয়ার। অধিনায়ক নিতিশ রানাকে (২২) নিয়ে মেরামত করেন ইনিংস। যুজবেন্দ্র চাহালের বলে আউট হওয়ার আগে আইয়ার খেলেন ৪২ বলে ৫৭ রানের কার্যকরী ইনিংস। কিন্তু, বাকীদের ক্রমাগত ব্যর্থতা এবং রাজস্থান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কলকাতা খুব বেশিদূর এগোতে পারেনি। শেষ পর্যন্ত ১৪৯ রানে থামে তারা।
রাজস্থানের পক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে একাই ৪ উইকেট নেন চাহাল। ৩ ওভারে ১৫ রান খরচায় ২ উইকেট পান বোল্ট।
লক্ষ্য খুব বড় ছিল না। কিন্তু, সেটিকেও বোধহয় একেবারে ছোট করেই দেখেছেন রাজস্থান ওপেনার জয়সওয়াল। ইনিংসের শুরু থেকেই কলকাতার বোলারদের ওপর চড়াও হন তিনি। শূন্য রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার জস বাটলার। তাতে ভ্রূক্ষেপহীন জয়সওয়াল। ইডেনে কেকেআর বোলারদের দুঃস্বপ্ন উপহার দিয়ে ছোটান চার ছয়ের ফুলঝুরি। ১২ চার ও ৫ ছক্কায় ৪৭ বলে অপরাজিত থাকেন ৯৮ রানের টর্নেডো ইনিংস খেলে। ওয়ানডাউনে নামা অধিনায়ক স্যামসন অপরাজিত থাকেন ২৯ বলে ৪৮ রানে। স্যামসন চার মারেন দুইটি, ছয় পাঁচটি! তবে জাইসওয়ালের ইনিংসের কাছে ম্লান হয় এটিও। দুইজনের অবিচ্ছিন্ন ১২১ রানের জুটিতে সহজ জয় পায় রাজস্থান।
এই জয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থান উঠে এসেছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কলকাতা নেমে গেছে সাত নম্বরে।