জয়ের উচ্ছ্বাস নিয়ে টেস্টকে বিদায় টেইলরের
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগেই রস জানিয়েছিলেন, এটি হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ। এবার সত্যি সত্যিই সেই সময় চলে এলো। বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে জয়ের উচ্ছ্বাস নিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রস টেইলর।
নিজের শেষটা অবশ্য অন্যরকমভাবে রাঙিয়েছেন টেইলর। অভিজ্ঞ এই ব্যাটার ক্যারিয়ার শেষ করলেন উইকেট দিয়ে। হ্যাগলি ওভালে তখন উইকেটে ছিল বাংলাদেশের শেষ জুটি। সেই জুটি ভাঙার জন্য টেইলরকে বল তুলে দেওয়ার চিৎকার তুললেন গ্যালারিতে থাকা দর্শকরা। ভক্তদের আওয়াজ কানে গেছে কিউই অধিনায়ক টম ল্যাথামের। তিনি বিদায়ী টেইলরের হাতে বল তুলে দেন। টেইলরও বল পেয়ে ভক্তদের হতাশ করেননি। মাত্র তিন বলেই কোনো রান না দিয়ে জুটিটি ভাঙেন টেইলর। সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডও পেয়ে যায় জয়ের নাগাল। ১১২তম টেস্ট ম্যাচ খেলতে নামা টেইলরের তৃতীয় উইকেট এটি।
বাংলাদেশকে ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। দলের জয় আর শেষ জুটি ভাঙার আনন্দ—এর চেয়ে সুন্দর বিদায় আর কী হতে পারে।
ম্যাচ শেষে টেইলরও বললেন তেমনটাই। ম্যাচ শেষে তিনি বলেন, ‘একটি জয় ও একটি উইকেট নিয়ে আপনার ক্যারিয়ার শেষ করতে পারা দুর্দান্ত। আমি জয় দিয়ে শেষ করতে চেয়েছিলাম এবং ছেলেরা তা করে দেখিয়েছে। বাংলাদেশ আমাদের বেশ কয়েকবার অনেক চাপে রেখেছিল, সিরিজ ভাগাভাগি করা ন্যায্য হয়েছে।’
কিউই তারকা আরো বলেন, ‘সিরিজ ছিল অসাধারণ। আগামীকাল যদি আবার আমাদের মাঠে ফিরতে হতো, তাহলে আমি অবাক হতাম। কিন্তু ছেলেরা ছিল চমৎকার। এটা ছিল আমার, আমার পরিবার ও বন্ধুদের জন্য একটি আবেগী ম্যাচ। উইকেট ফ্ল্যাট ছিল, আমি কেবল বল ছুড়লাম। টম বলেছিল, খেলায় সবচেয়ে চাপ অনুভব করেছিল আমাকে বল দেওয়ার জন্য। শেষ করার দারুণ উপায় ছিল এটি।’