জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ
ভারতের বিপক্ষে দারুণ জয়ে সেমিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারে ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা সোয়া ১টায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই জিতেছে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে লাল-সবুজের দলের মেয়েরা। আর ভুটান স্বাগতিক নেপালের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জিতে সেমিতে ওঠে।
জয়ে আশাবাদী বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ এখন অতীত। সেই জয় নিয়ে পড়ে থাকলে চলবে না। ভুটানের বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচ আমাদের যত ভাবনা। ফাইনালে উঠতে হলে, তাদের বিপক্ষে জিততেই হবে। আমাদের সেরাটা দিয়েই জিততে হবে।’
আর সিরাতরা জাহান স্বপ্না বলেন, ‘ভুটানকে ছোট করে দেখা যাবে না। তারাও ভালো দল। ভালো খেলেই ফাইনালে জায়গা করে নিতে চাই।’
২০১০ সালে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত সাফে ৯-০, ২০১২ সালে ১-০ এবং ২০১৯ সালে ২-০ গোলে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে সে সব এখন অতীত। কারণ সাফের পাঁচ আসরে যারা গ্রুপ পর্বই পেরুতে পারেনি, তারা প্রথমবার সেমিফাইনালে।