টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের হতাশাকে পেছনে ফেলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ শুক্রবার মুখোমুখি হয়েছে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।
এই সিরিজ দিয়েই ফের দর্শক ফিরছে মিরপুর শেরেবাংলায়। করোনা মহামারির ২০ মাস বিরতি কাটিয়ে গ্যালারিতে ফিরেছেন ক্রিকেট ভক্তরা। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার অর্ধেকে ম্যাচটি উপভোগ করার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরের মাঠে সিরিজ, ফেভারিটের তকমা পেতে পারত বাংলাদেশ। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে এই স্বস্তি নেই বাংলাদেশ শিবিরে। বিশ্বকাপ দলের ৫ ক্রিকেটার নেই এবারের সিরিজে। দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকা। বাদ পড়েছেন মুশফিকুর রহিমও। একঝাক নতুনদের নিয়ে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ দল।
পাকিস্তান অবশ্য দারুণ ছন্দে আছে। বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টের অন্যতম সফল একটি দল তারা। এবার বাংলাদেশের মাটিতে একই ফরম্যাটে খেলবে, তাই ফেভারিট হিসেবেই লড়বে পাকিস্তান।
বাংলাদেশ দল : মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও আকবর আলী।
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।