টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জিতলেই সিরিজ নিশ্চিত, হারলে বাড়বে অপেক্ষা—এমন সমীকরণের সামনে আজ বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও টি-স্পোর্টস।
প্রথম দুই ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ দল। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড।
তাই আজকের ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। অন্যদিকে ছাড় দিতে নারাজ নিউজিল্যান্ডও। খর্বশক্তির দল নিয়ে এসেও তারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশকে। তাই বাংলাদেশকে আজ কঠিন পরীক্ষা দিতে হবে।
বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন, কোল ম্যাকনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং ও ম্যাট হেনরি।