টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন সাকিব
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত সময় পার করছেন সাকিব আল হাসান। কিছুদিন আগে ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডারের সিংহাসনে ফিরেছিলেন তিনি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে পেলেন আরেকটি সুখবর। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
দীর্ঘ দুই বছর পর বোলারদের র্যাঙ্কিংয়ে ৬২৮ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন সাকিব। একই সঙ্গে অলরাউন্ড র্যাঙ্কিংয়ে অবস্থান আরও শক্ত করলেন এই বাংলাদেশি তারকা। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছেন তিনি। সাকিবের রেটিং পয়েন্ট ২৯১।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে তালিকায় দশম স্থান ধরে রেখেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাঁর রেটিং পয়েন্ট ৬১৪।
সবশেষ প্রকাশিত এই তালিকায় বড় লাফ দিয়েছেন মেহেদী হাসান। চলতি সিরিজে বল হাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত খেলা এই তরুণ স্পিনার ৬৭ ধাপ এগিয়েছেন। ৫৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় ক্যারিয়ারসেরা ২৪তম স্থানে উঠে এসেছেন তিনি।
এই সংস্করণে শীর্ষে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার ডি সিলভা, তৃতীয় স্থানে আফগান তারকা রশিদ খান। চারে ও পাঁচে আছেন আদিল রশিদ ও মুজিবুর রহমান।