'টেস্টে আমরা সবচেয়ে ফিট, কারণ আমরা ফিল্ডিং বেশি করি'
বাংলাদেশের ক্রিকেটারদের টানা খেলা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। এমন কি কথা রটে, টানা দুই টেস্টে ১০ দিন খেলার মতো ফিটনেস নেই ক্রিকেটারদের। এই অভিযোগ মোটেই মানতে রাজি নন সাকিব আল হাসান।
সাকিবের দাবি, টেস্ট ক্রিকেটে বাংলাদেশই সবচেয়ে ফিট দল। কারণ হিসেবে জানান, বাংলাদেশই সবচেয়ে বেশি ফিল্ডিং করে।
ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে সাংবাদিকদের রীতিমত হাসির বন্যায় ভাসালেন সাকিব। ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতেই অনেকটা হাসির ছলে জবাব দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের যুক্তি দেখিয়ে বললেন, 'আমার কাছে যেটা মনে হয় যে, আমরা হচ্ছি টেস্ট ক্রিকেটের অন্যতম ফিট দল। কারণ সবচেয়ে বেশি ফিল্ডিং করি। বেশিরভাগ সময় ফিল্ডিং করি। শারীরিকভাবে আমরা ফিট।'
সাকিবের মতে বাংলাদেশের ক্রিকেটার সমস্যাটা মানসিকগত। তাই মানসিকভাবে আরো ফিট হতে কাজ আহ্বান দিলেন তিনি, 'এক্ষেত্রে আমাদের মানসিক সমস্যাটা হয়তো বেশি। এই জায়গাটাতে আসলে আমাদের অনেক বেশি কাজ করার আছে। দেখুন, শারিরীকভাবে কিন্তু আমরা অনেক বেশি ফিট। আপনি দেখেন সবমিলিয়ে তিন ইনিংসে মনে হয় ৪০০-৪৫০ ওভার ফিল্ডিং করেছে পুরো দল। ফিট না হলে এটা হতো না। এই যে লিটন ৪৫০ ওভার কিপিং করে, মুশফিক ভাই ব্যাটিং করছে। একজন ১৭০ করছে, একজন ১৪০-৫০ করেছে। শারিরীকভাবে সবাই ফিট, মানসিক সমস্যা আমার কাছে যেটা মনে হয়। যে জায়গাটাতে আসলেই আমাদের অনেক বেশি কাজ করার আছে।'