টেস্টে ২ হাজারের ঘরে ছন্দে থাকা লিটন
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৮৮ রান করার পর, ঢাকায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৪১ রান করেন লিটন দাস। এবার ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসেও দলের বিপর্যয়ে হাল ধরেন ডানহাতি এই ব্যাটার। সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়ে দলকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলকে পা রাখলেন ছন্দে থাকা লিটন।
বাংলাদেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ২ হাজার রানের ঘরে পা রাখলেন লিটন। আজ শুক্রবার ঢাকা টেস্টের শেষ দিনের প্রথম সেশনেন প্রাভিন জয়াবিক্রমের বল কাভারে ঠেলে সিঙ্গেল নিয়ে ২ হাজার টেস্ট রানের ঘরে পৌঁছে গেলেন এই ডানহাতি ব্যাটার।
মোট ৫৬ ইনিংস ব্যাট করার পর এই মাইলফলকের দেখা পেলেন লিটন। এই তালিকায় সবচেয়ে দ্রুততম দুই হাজার রান ছুঁয়েছিলেন মুমিনুল হক। তাঁর লেগেছিল ৪৭ ইনিংস। তামিম ইকবালের লেগেছে ৫৩ ইনিংস।
আজ হাফসেঞ্চুরি ছোঁয়ার পর ইনিংস বড় করতে পারেননি লিটন। ১৩৫ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে প্রথম সেশন সাকিবের সঙ্গে দারুণভাবে সামাল দেন এই ডানহাতি ব্যাটার।
ঢাকা টেস্টের শেষ দিনে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে তখনও শ্রীলঙ্কা থেকে ১০৭ রান পিছিয়ে ছিল। দিনের প্রথম ঘণ্টায় মুশফিকুর রহিমকে হারানোর পর এই রান টপকানো নিয়েই শঙ্কা জাগে। অবশেষে সেই শঙ্কা কাটান সাকিব আল হাসান ও লিটন দাস। দুই অভিজ্ঞ ব্যাটারের জুটিতে ভর করে প্রথম সেশনেই ইনিংস ব্যবধানের হারের শঙ্কা কাটায় বাংলাদেশ।