টেস্ট অধিনায়ক হিসেবে সাকিবকে পছন্দ সুজনের
বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে সমর্থন করেন। দীর্ঘ-ফরম্যাটে এই তারকা অলরাউন্ডারের ভালবাসা আছে বলে মনে করেন তিনি।
মুমিনুল হক টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে সাকিবই এগিয়ে বলে মনে করেন অনেকে।
খালেদ মাহমুদ জানিয়েছেন, দীর্ঘ ফরম্যাটে খেলা উপভোগ করছেন সাকিব, এটি চালিয়ে যেতেও চান তিনি। গতকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২০১৭-১৮ সালে থেকে বাংলাদেশের খেলা ৩১টি টেস্টের মধ্যে মাত্র ১০টিতে খেলেছেন সাকিব। ব্যক্তিগত কারণ দেখিয়ে শেষ দক্ষিণ আফ্রিকা সিরিজ মিস করেন তিনি। গত বছর তিনি আইপিএলের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মিস করেন এবং সম্প্রতি নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ান।
যদিও সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন তবে পারিবারিক কারণে তিনি টেস্ট সিরিজ খেলতে পারেননি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পর দেশে ফিরেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেন।
সাংবাদিকদের খালেদ মাহমুদ বলেন, ‘আমি জানি না কেন সবাই বলে সাকিব টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী নন। আমরা যখনই কথা বলি, সে টেস্ট খেলতে খুব আগ্রহ প্রকাশ করে। সে সবসময় বলে, যেকোনো ফরম্যাটের চেয়ে টেস্ট ক্রিকেটকে বেশি উপভোগ করে।’
বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘আমার মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সে (টেস্ট ক্রিকেটের প্রতি তার ভালোবাসা) এটা প্রমাণ করেছে। আমরা শঙ্কিত ছিলাম সাকিব হয়তো বেশি ওভার বল করতে পারবে না। কিন্তু সে নিজেকে প্রমাণ করেছে।’