টেস্ট খেলতে খুব ‘ক্ষুধার্ত’ সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ছিলেন না সাকিব আল হাসান। দেশের হয়ে টেস্ট খেলার চেয়ে ওই সময় আইপিএলকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি। বিশ্বকাপের প্রস্তুতি পাকাপোক্ত করতে ছুটে গিয়েছিলেন আইপিএলে। তখন সাকিবের টেস্ট খেলার আগ্রহ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল ক্রিকেট মহলে। এবার আর অবশ্য সমস্যা নেই। জিম্বাবুয়ে সফরে বরং টেস্টে মাঠে নামার জন্য ক্ষুদার্ধ সাকিব আল হাসানকেই দেখছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
আগামীকাল বুধবার হারারেতে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগে গত কয়েকদিন ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাকিব-মিরাজরা। ম্যাচের একদিন আগে শিষ্যদের প্রস্তুতি নিয়ে কথা বললেন প্রধান কোচ ডমিঙ্গো। সেখানেই ওঠে এলো দলের সেরা তারকা সাকিবের প্রসঙ্গ।
সাকিবের টেস্ট আগ্রহ নিয়ে কোচ বলেন, ‘আবার টেস্ট ক্রিকেট খেলতে সাকিবকে ক্ষুধার্ত মনে হচ্ছে। বড় ক্রিকেটারদের ক্ষেত্রে এটা সবসময় গুরুত্বপূর্ণ, টেস্টে ম্যাচে তাদের তাড়না ও মানসিকতা। তাকে ফিরে পাওয়া দারুণ। সে থাকলে দলের ব্যালান্স খুব ভালো হয়। সে শীর্ষ ছয়ে ব্যাট করে, মূল বোলারদেরও একজন। সব আন্তর্জাতিক দলই এমন একজনকে চায়। তাকে পাওয়া তাই সত্যিই দারুণ। এই সফরে সে প্রাণশক্তি ও মানসিকতা নিয়েও এসেছে।’
এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে হাঁটুতে চোট পান তামিম ইকবাল। আঙুলে চোট পান মুশফিকুর রহিম। দুজনের চোট নিয়ে সফরের আগ থেকে চিন্তায় ছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তামিমকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা।
এ ব্যাপারে কোচ বলেন, ‘মুশফিক খুব আত্মবিশ্বাসী যে সে খেলার মতো ফিট হয়ে উঠবে। তার পুনর্বাসন খুব ভালো হয়েছে এবং সবকিছু ঠিক পথে আছে বলেই মনে হচ্ছে। তাই আত্মবিশ্বাস আছে যে সে খেলবে। তামিম এখনও শতভাগ নিশ্চিত নয়। এখনও অনেক সংশয় আছে তাকে নিয়ে। শিগগিরই ওকে নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে।’