টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা থাকছেন আম্পায়ার
আর কদিন বাদে মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী ১৮-২২ জুন সাউথাম্পটনের এজিয়েস বোলে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। এই ম্যাচের আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আইসিসি।
আইসিসির এলিট প্যানেলের দুইজন ব্রিটিশ আম্পায়ার এই ম্যাচ পরিচালনা করবেন। মাঠে ম্যাচ পরিচালনা করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গফ। রিচার্ড কেটেলবোরো থাকছেন টিভি আম্পায়ার হিসেবে। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ। ম্যাচ রেফারির দায়িত্ব পানল করবেন ক্রিস ব্রড।
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের ম্যাচগুলো ড্র হলে পয়েন্ট ভাগ করে দেওয়া হতো। তবে ফাইনাল ম্যাচ ড্র হলে কাদের হাতে উঠবে শিরোপা, তা নিয়ে চলছে জোর আলোচনা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ড্র হলে ভারত ও নিউজিল্যান্ড, উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে আইসিসি।
রিজার্ভ ডে রাখা হলেও ফুটবলের ধাঁচে অতিরিক্ত সময়ে ম্যাচের নিস্পত্তির জন্য ব্যবহার করা যাবে না।
যদি প্রাকৃতিক বা অন্য কোনো কারণে সময় নষ্ট হয়, তখনই ম্যাচ রিজার্ভ ডে বা ষষ্ঠ দিনে গড়াবে খেলা।
আইসিসি নির্ধারিত নিয়ম পাঁচদিনে ছয় ঘণ্টা করে মোট ৩০ ঘণ্টা। যদি ম্যাচের কোনো এক দিনে বৃষ্টি বা আলোর স্বল্পতার জন্য এক ঘণ্টার খেলা নষ্ট হয়, পাঁচ দিনের মধ্যে সেই সময় মিটিয়ে দেওয়া যায়, তবে রিজার্ভ ডেতে ম্যাচ গড়াবে না।