ডাচদের জয়ে বাংলাদেশের সেমিফাইনালের সুযোগ
বাংলাদেশকে সেমিফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ করে দিয়েছে নেদারল্যান্ডস। পাকিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশ যেতে পারবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে।
আজ রোববার দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। আর এতেই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। এখন পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে যারাই জয় পাবে, তারাই চলে যাবে গ্রুপ 'বি' থেকে সেমিফাইনালে।
এদিন সকাল ৬টায় নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটে এসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করে নেদারল্যান্ডস। ডাচদের পক্ষে সর্বোচ্চ ২৬ বলে ৪১ রান করেন কলিন অ্যাকারম্যান। আর প্রোটিয়াদের পক্ষে ২ উইকেট নেন কেশব মহারাজ।
জবাবে ব্যাটে নেমে প্রোটিয়াদের পক্ষে উইকেটে কেউ দাঁড়াতে পারেননি। ২.৪ ওভারে দলীয় ২১ রানে ওপেনার কুইন্টন ডি কককে (১৩) আউট করেন ডাচ বোলার ফ্রেড ক্লাসেন।
দলীয় ৩৯ রানে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (২০) এবং ৬৪ রানে রাইলি রুশো (২৫) আউট হল বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেই বিপদ থেকে দলকে উদ্ধার করতে পারেনি কেউ। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছেন রুশো।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান করতে পারে দক্ষিণ আফ্রিকা। আজকের হারে মূল পর্ব থেকেই বিদায় হতে পারে টেম্বা বাভুমাদের। এদিন ডাচদের পক্ষে ২ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ব্রেন্ডন গ্লোভার।