ড্রেসিংরুমে ‘আমরা করব জয়’ গানে উদযাপন
প্রতিপক্ষ যে দলই হোক, খাদের কিনারা থেকে তুলে আনা একটি জয় যে কোনো দলের কাছেই আলাদা। বাংলাদেশ দলের কাছেও ঠিক তাই। অবিশ্বাস্য এক জয় পেয়েছে লাল-সবুজের দল। দ্রুত ছয় উইকেট হারিয়ে যখন একেবারেই বিপর্যয়ের কবলে দল, তখন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন হাল ধরে দলকে দারুণ জয় এনে দেন।
ড্রেসিংরুমে ফিরে আর নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেননি সাকিব-তামিমরা। বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন। ‘আমরা করব জয়’ গান গেয়ে ঐতিহাসিক জয় উদযাপন করতে দেখা যায় ক্রিকেটারদের। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ম্যাচে ১৭৪ রানের রেকর্ড জুটি গড়ে দলকে এই দরুণ জয় এনে দেন আফিফ ও মিরাজ। এর আগে ২০১৮ সালে মিরপুরে সাইফউদ্দিনের সঙ্গে ইমরুল কায়েসের ১২৭ ছিল সপ্তম উইকেটে আগের রেকর্ড জুটি। এবার তা ছাড়িয়ে গেছেন আফিফ ও মিরাজ।
শুধু তাই নয়, ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেন দুই ব্যাটসম্যান। চার মেরে দলকে জয়ের দুয়ারে নিয়ে যাওয়া আফিফ অপরাজিত থাকেন ৯৩ রানে। ১১৫ বলে ১১ চার ও এক ছক্কায় এই ইনিংসটি সাজান তিনি। মিরাজ ৮১ রান করেন ১২০ বলে, নয়টি চারের মার ছিল তাঁর ইনিংসে।
বাংলাদেশ এই জয় পেয়েছে চার উইকেটে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের লক্ষ্যে পৌঁছে ৭ বল বাকি থাকতে।