ড্রোন দিয়ে সার্বিয়ার কৌশল দেখছে ব্রাজিল!
বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগে সার্বিয়ার অনুশীলনের ওপরে নজরদারির অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাচ্ছে ব্রাজিল। তবে, এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেননি সার্বিয়ান কোচ দ্রাগান স্তয়কোভিচ। তিনি বলেছেন, ‘আমি মনে করি, এটি একটি গুজব। একটি ভুল বার্তা ছড়ানো হচ্ছে। আর যদি ব্রাজিল এটা করেও থাকে, তাতে খুব একটা লাভ নেই। আমাদের কৌশল ড্রোনের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব না।’
সার্বিয়ার কোচ দ্রাগান আরও বলেছেন, ‘আমাদের ওপরে ড্রোন উড়িয়ে নজরদারি চালানোর কোনো প্রয়োজন নেই ব্রাজিলের। তাঁরা ফুটবলের পরাশক্তি। তাঁদের তুলনায় আমরা এতটা শক্তিশালী নই যে, এভাবে নজরদারি করতে হবে।’
ব্রাজিলকে নিয়ে কোচ দ্রাগান বলেছেন, ‘তাঁরা যতই শক্তিশালী হোক না কেন আমরা ভয় পাই না। আমরা এবারের বিশ্বকাপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমাদের দলও অনেক পরিণত। এতে আমাদের ভালো করার সুযোগ রয়েছে।’
এদিকে, রাত ১টায় ম্যাচটি শুরু হলেও ব্রাজিলের কোচ তিতে একাদশ নিয়ে তেমন কোনো আভাস দেননি। তবে, আক্রমণ দিয়ে দারুণ লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্বকাপ ব্রাজিলের স্কোয়াডে রাখা হয়েছে নয় জন ফরোয়ার্ডকে।