ঢাকায় আসছেন রাসেল ডমিঙ্গো
বিপিএল শেষেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলে দুই ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে আগামীকাল শনিবার ঢাকায় আসছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। যার জন্য ছুটি কাটিয়ে কাল ঢাকায় ফিরছেন প্রধান কোচ ডমিঙ্গো। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
আগামী রোববার থেকে শুরু হবে বাংলাদেশ দলের আফগানিস্তান সিরিজের ক্যাম্প। কোচিং স্টাফের অন্যতম সদস্য স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ এরই মধ্যে ঢাকায় চলে এসেছেন। করোনায় আক্রান্ত ব্যাটিং কোচ জেমি সিডন্স বাংলাদেশে আছেন।
করোনা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন বলেছেন, ‘কাল খেলোয়াড়-কোচিং স্টাফদের সবার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে।’
বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে। সিরিজটি খেলতে এরই মধ্যে বাংলাদেশে এসে ক্যাম্প শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল।
ম্যাচগুলো যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সবকটি ওয়ানডে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে। এর আগে সবশেষ গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ মার্চ। আফগানিস্তান সিরিজের পরপরই আবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।