ঢাকা টেস্টের আগে অনুশীলনে সাকিব
চোটের কারণে বিশ্বকাপের মাঝপথে ছিটকে যান সাকিব আল হাসান। ছিলেন না ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং চট্টগ্রাম টেস্টে। চোট কাটিয়ে অবশেষে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ফিরছেন তিনি। সাদা-পোশাকে মাঠে নামার আগে নিজেকে ঝালিয়ে নিতে অনুশীলন শুরু করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ বৃহস্পতিবার দল আসার আগেই অনুশীলনে চলে আসেন সাকিব। বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয় দুপুর দেড়টা থেকে। কিন্তু সাকিব শেরেবাংলায় চলেন এলেন সকাল ১১টার দিকে। এরপর দুই ঘণ্টার বেশি সময় ইনডোরে ব্যাটিং অনুশীলন সারেন। ব্যাটিং শেষে নেটে বল হাতেও অনুশীলন করেন সাকিব। নেটে মোট ছয় জন বোলারের বিপক্ষে অনুশীলন সারেন সাকিব।
এত দিন বায়ো-বাবলের বাইরে ছিলেন সাকিব। সে কারণেই আজ একা এসে আগে অনুশীলন সারেন। আজ অনুশীলন শেষে সেরে নিয়েছেন কোভিড টেস্ট। করোনার রেজাল্ট নেগেটিভ হয়ে দুপুরে দলের সঙ্গে বায়ো-বাবলে ঢোকেন সাকিব।
আগামী শনিবার থেকে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে মিরপুর শেরেবাংলায় দ্বিতীয় টেস্ট শুরু করবে মুমিনুল হকের দল।
গত রোববার বিসিবি ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে। দলে সাকিবের সঙ্গে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। এ ছাড়া প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, মাহমুদুল হাসান, রেজাউর রহমান, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম।