ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন শরিফুল
চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে ছিটকে যান শরিফুল ইসলাম। চোট কাটিয়ে ফেরেন চট্টগ্রাম টেস্টে। কিন্তু, ফের চোট সমস্যায় পড়তে হলো তরুণ এ পেসারকে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন শরিফুল।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না শরিফুল। এ ছাড়া দেখা যাবে না ঢাকা টেস্টেও। বিসিবির মিডিয়া বিভাগ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে বল করেছেন শরিফুল। প্রথম ইনিংসে মোট ২০ ওভার বোলিং করে ৫৫ রান দিয়েছেন। পাননি কোনো উইকেট। এরপর বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমে ডান হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন এ পেসার।
শ্রীলঙ্কার পেসার কাসুন রাজিথার বাউন্সারে আঘাত পেয়ে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয় শরিফুল। তখন ১১ বল খেলে ৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে, শরিফুলের চোটে বদলি হিসেবে কোনো বোলার পায়নি বাংলাদেশ। তাই, দ্বিতীয় ইনিংস সামাল দিচ্ছেন নাঈম হাসান, খালেদ আহমেদ, সাকিব আল হাসান, তাইজুল ইসলামরা।
শেষ দিনে এসে ঠেকেছে চট্টগ্রাম টেস্ট। এর মধ্যে প্রথম চার দিনে মাত্র দুদলের প্রথম ইনিংস শেষ হয়েছে। তাই আজ বৃহস্পতিবার শেষ দিনে এই টেস্টে ভাগ্য গড়াতে পারে ড্রয়ের দিকে। তবুও লড়াইয়ের আশা নিয়েই আজ টেস্টের শেষ দিনে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। ৬৮ রানের লিড নিয়ে গতকাল বুধবার দিনের শেষ দিকে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কাকে দ্রুত থামিয়ে রান মোকাবিলা করতে পারলেই কেবল জয়ের দেখা পেতে পারে বাংলাদেশ। নয়তো ম্যাচের ভাগ্য গড়াবে নিষ্প্রাণ ড্রয়ের দিকে।
গতকাল দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৯ রান নিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ২৯ রানে পিছিয়ে থেকে আজ টেস্টের পঞ্চম দিন শুরু করেছে সফরকারীরা। এরই মধ্যে বাংলাদেশের রান টপকে লিড নিয়েছে লঙ্কানরা।