ঢাকা টেস্ট নিয়ে এখনো আশাবাদী ফিল্ডিং কোচ
মেঘ-বৃষ্টির লুকোচুরিতে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। প্রথম দিনের শেষ সেশনের খেলাও মাঠে গড়ায়নি। তারপরও এগিয়ে আছে পাকিস্তান। স্কোরবোর্ডে ১৮৮ রান তুলে দিন শেষে স্বস্তি পাকিস্তান শিবিরে। কিছুটা স্বস্তিতে আছে বাংলাদেশ। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ ড্র করার পথে টিকে আছে বাংলাদেশ।
অবশ্য ড্র নিয়ে এখনই ভাবছে না বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের হারের প্রতিশোধ নিতে এখনো আশাবাদী স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল।
দলের সাফল্যে আশাবাদী মিজানুর রহমান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরেকটি সিরিজে হার। এর পরও আমি ইতিবাচক দিক বেশি দেখি। বিশ্বকাপে যেরকম পারফরম্যান্স দেখিয়েছিল দল, তা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন। তবুও কিছু পজিটিভ দিক আছে। খেলোয়াড়দের মঠে চলাফেরা ও লড়াই টেস্টের পজিটিভ দিক ছিল। মাইন্ডসেটও ছিল ভালো করার। আমরা জেতার জন্যই খেলতে গিয়েছিলাম চট্টগ্রামে। কিছু ভালো পারফরম্যান্স ছিল। মুমিনুল একটা ইনিংস খেলতে পারলে হয়তো ড্র হতো। আমাদের মাইন্ডসেট এখনো পজিটিভ আছে। ঢাকায় আমাদের প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ আছে।’
বোলারদের পারফরম্যান্স নিয়ে ফিল্ডিং কোচ বলেন, ‘পেস বোলারদের পারফরম্যান্স মূল্যায়ন করলে বলা যায় সেভাবে ভালো হয়নি। আবহাওয়া আমাদের অনুকূলে ছিল। সে অনুযায়ী আমরা পারফর্ম করতে পারিনি বলে আমার মনে হয়।’
আজ রোববার দ্বিতীয় দিন শেষে দুই উইকেটে স্কোরবোর্ডে ১৮৮ রান তুলেছে পাকিস্তান। আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা বাবর আজম আজ যোগ করেছেন ১১ রান। তিনি অপরাজিত আছেন মোট ৭১ রানে। আরেক ব্যাটার আজহার আলী অপরাজিত আছেন ৫২ রানে।