তরুণ জসওয়ালকে জাতীয় দলে চান গাভাস্কার
আইপিএলে দুরন্ত ফর্মে আছেন রাজস্থান রয়্যালসের যশস্বী জশওয়াল। ১৪ ম্যাচ শেষে রাজস্থানের তরুণ ব্যাটসম্যানের নামের পাশে ৬২৫ রান। একইসঙ্গে চলতি আইপিএলে যশস্বীর পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার।
গতকাল শুক্রবার (১৯ মে) স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জসওয়াল প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘এই মৌসুমে যশস্বী যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি খুবই খুশি। তিনি একজন কৌশলি ব্যাটার। সহজেই যদি একজন ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে ২০ থেকে ২৫ বলে ৪০-৫০ রান করেন তাহলে বুঝতে হবে তার দলের জন্য ভালো করেছেন।’
সুনীল গাভাস্কার আরও জানান, ‘আমি মনে করি, যশস্বী ভারতীয় দলে খেলার জন্য প্রস্তুত এবং তাকে এখনই সুযোগ দেওয়া উচিত। একজন খেলোয়াড় যখন ফর্মে থাকে এবং তারপর সুযোগ পায়, তখন তাঁর আত্মবিশ্বাসও অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে আন্তর্জাতিক অভিষেকে ক্রিকেটে অভিষেকের ক্ষেত্রে ওই সময় ফর্মে থাকাটা জরুরি।’
পাঞ্জাব ম্যাচ শেষে তরুণ এই ব্যাটারের ভূয়সী প্রশংসা করেন রাজস্থান অধিনায়ক সানজু স্যামসনও। তিনি বলেন, ‘আমি প্রায় প্রত্যেকটি ম্যাচের আগে বা পরে যশস্বীর সম্পর্কে কথা বলেছি। অনেক পরিণত ক্রিকেটার হয়ে উঠেছে। ওর খেলা দেখে মনে হয় যে, ১০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে যশস্বী।'