তামিমকে নিয়ে শঙ্কা
বেশ কিছুদিন ধরেই চোটে আক্রান্ত তামিম ইকবাল। এই চোটের কারণে কিছুদিন আগে শেষ হওয়ার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের মাঝপথে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। হতাশার কথা জিম্বাবুয়ে সফরে গিয়ে তাঁর চোটের শঙ্কা কটেনি।
চোট নিয়ে জিম্বাবুয়ে সফরে গেছেন তামিম ইকাবাল ও মুশফিকুর রহিম। তামিমের চোট হাঁটুতে, মুশফিকের আঙুলে।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় দলের কোচ রাসেল ডমিঙ্গো মুশফিককে নিয়ে আশার কথা শোনালেও তামিমকে নিয়ে নিশ্চিত কিছু বলেননি।
এ ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘মুশফিক আত্মবিশ্বাসী সে খেলার মতো ফিট হয়ে উঠবে। তবে তামিম এখনো শতভাগ নিশ্চিত নন। দ্রুতই তাকে নিয়ে সিদ্ধান্ত হবে।’
এদিকে সাকিবের ব্যাপারে বাংলাদেরশ কোচ বলেন, ‘আবার টেস্ট ক্রিকেট খেলতে সাকিবকে ক্ষুধার্ত মনে হচ্ছে। বড় ক্রিকেটারদের ক্ষেত্রে এটা সবসময় গুরুত্বপূর্ণ। তাকে ফিরে পাওয়া দারুণ। সে থাকলে দলের ব্যালান্স খুব ভালো হয়। সে শীর্ষ ছয়ে ব্যাট করে, মূল বোলারদেরও একজন। সব আন্তর্জাতিক দলই এমন একজনকে চায়। তাকে পাওয়া তাই সত্যিই দারুণ। এই সফরে সে প্রাণশক্তি ও মানসিকতা নিয়েও এসেছে।’