তামিমের প্রশংসায় পঞ্চমুখ ভেট্টরি
নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি। কুইন্সটাউনের ক্যাম্পে যোগ দিয়ে শোনালের আশার কথা। আজ বৃহস্পতিবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ভেট্টরি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ব্যাপক প্রশংসা করেছেন।
এ ব্যাপারে ড্যানিয়েল ভেট্টরি বলেন, ‘আমার মনে হয়, এটা বাংলাদেশের সৌভাগ্য, এই সিরিজে তামিমকে অধিনায়ক হিসেবে নিয়ে আসতে পেরেছে। সে খুবই খোলা মনের মানুষ, এর আগে নিউজিল্যান্ড সফর করে চ্যালেঞ্জগুলো নিয়েছে। সে বোঝে, কোন ব্যাপারগুলো এখানে কার্যকর হবে। আমাদের শুরু করার জন্য এটি খুব ভালো একটি দিক।’
স্পিন বোলিং কোচ আরও বলেন, ‘বাংলাদেশ এই সিরিজে ভালো কিছু করতে আশাবাদী। তবে নিউজিল্যান্ড দারুণ একটি দল, যারা খুব ভালো খেলছে।’
বাংলাদেশের স্পিনারদের নিয়ে ভেট্টরি বলেন, ‘স্পিনাররা এখানে বড় ভূমিকা রাখতে পারে। সাদা বলের সিরিজে গুরুত্বপূর্ণ অংশ স্পিন। মিরাজ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যতটা সাফল্য পেয়েছে, আমার মনে হয় সে দলের জন্য ভালো কিছু দিতে পারে। তরুণরাও ভালো কিছু করতে পারে।’
ডানেডিনে আগামী ২০ মার্চ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। ক্রাইস্টচার্চে ২৩ মার্চ দ্বিতীয় এবং ২৬ মার্চ ওয়েলিংটনে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ও তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
হ্যামিলটনে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। ৩০ মার্চ ও ১ এপ্রিল বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। এই দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।